তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখায় যুক্তরাজ্য প্রবাসী ফয়জুর রহমান ওরফে ফাইজ মো. রহমানের (৬৬) ওপর হামলার ঘটনার মামলায় প্রধান আসামি খায়রুল ইসলামকে (৩০)কে গ্রেপ্তার করেছে পিবিআই।
গ্রেপ্তারকৃত খাইরুল ইসলাম বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের রসগ্রাম গ্রামের হবিব আলীর ছেলে। গত রোববার (৫ই নভেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ।
গত চলতি বছরের ৫ই আগস্ট ভোরবেলা নিজ বাসভবন প্রাঙ্গণে দুর্বৃত্তের হামলার শিকার হন যুক্তরাজ্য প্রবাসী ফয়জুর রহমান। এ ঘটনায় আদালতের আদেশে গত ১৭ আগস্ট বড়লেখা থানায় ৩ জনের নামে একটি মামলা হয়।
মামলাটি তদন্ত করছেন পিবিআই মৌলভীবাজারের উপ-পরিদর্শক (এসআই) শাহ মোকাদ্দির হোসেন।
প্রধান আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শাহ মোকাদ্দির হোসেন বলেন, ‘তাকে রোববার আদালতে প্রেরণ করা হয়। ঘটনার রহস্য উদ্ঘাটনের লক্ষে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের নিকট আবেদন করা হয়েছে।’
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
যুক্তরাজ্য প্রবাসীর ওপর হামলার প্রধান আসামি কারাগারে https://corporatesangbad.com/51491/ |