আইপিডিসির রিটেইল বিজনেসের প্রধান হলেন মনিরুল ইসলাম

Posted on June 24, 2025

কর্পোরেট ডেস্ক: আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র নতুন হেড অব রিটেইল বিজনেস হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ মনিরুল ইসলাম। তাঁর আগমনে কোম্পানির রিটেইল অপারেশনস সম্প্রসারণ এবং গ্রাহক অভিজ্ঞতা আরও উন্নত হবে আশা করা যাচ্ছে।

প্রায় ২০ বছরের দীর্ঘ কর্মজীবনে মোহাম্মদ মনিরুল ইসলাম দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। রিটেইল ব্যাংকিং, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, কাস্টমার এক্সপেরিয়েন্স, অপারেশনাল ম্যানেজমেন্ট ইত্যাদি ক্ষেত্রে তাঁর বিশেষ দক্ষতা ও কর্ম অভিজ্ঞতা রয়েছে।

আইপিডিসি-তে যোগদানের আগে তিনি ব্র্যাক ব্যাংক পিএলসি’র হেড অব রিটেইল লেন্ডিং হিসেবে কর্মরত ছিলেন। সেখানে সাড়ে চার বছর দায়িত্বকালীন তিনি বিভিন্ন গ্রোথ ইনিশিয়েটিভ এবং দেশের অন্যতম বৃহৎ রিটেইল লোন পোর্টফোলিও পরিচালনা করেছেন। এর আগে, তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে প্রায় ১৫ বছর যাবত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন এবং রিটেইল প্রোডাক্টস, ব্রাঞ্চ ব্যাংকিং ও এমপ্লয়ি ব্যাংকিংয়ের মতো বিভাগ পরিচালনা করেছেন।

কর্মজীবনে বিভিন্ন সময় তিনি পোর্টফোলিও অ্যানালাইটিক্স, প্রসেস অপ্টিমাইজেশন এবং ইনোভেটিভ প্রোডাক্ট স্ট্র্যাটেজির মাধ্যমে ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে অনন্য দক্ষতার প্রমাণ দিয়েছেন। বিশেষ করে, তিনি বাংলাদেশের সর্ববৃহৎ রিটেইল লেন্ডিং বুক পরিচালনা করেছেন, যা তাঁর দক্ষতা, অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রমাণ দেয়।

এ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস বলেন, “মোহাম্মদ মনিরুল ইসলামকে আইপিডিসিতে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তাঁর দীর্ঘ কর্ম অভিজ্ঞতা, কৌশলগত চিন্তাধারা ও গ্রাহক-কেন্দ্রিক মনোভাব আমাদের রিটেইল স্ট্র্যাটেজিকে আরও উন্নত করতে এবং গ্রাহকদের এক অনন্য ব্যাংকিং অভিজ্ঞতা প্রদানে সহায়ক হবে।”

মোহাম্মদ মনিরুল ইসলাম-এর যোগদানের ফলে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র আরও সহজে রিটেইল কার্যক্রম সম্প্রসারণ, গ্রাহকদের সাথে সম্পর্ক জোরদার এবং আর্থিক খাতে উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তর করতে সক্ষম হবে বলে সবার প্রত্যাশা।