![]() |

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসরাইলের সঙ্গে এখন পর্যন্ত কোন আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি হয়নি। তবে তেল আবিব হামলা বন্ধ করলে তেহরানও পাল্টা হামলা বন্ধ করবে।
মঙ্গলবার (২৪ জুন) তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘এই মুহূর্তে কোনো যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে 'চুক্তি' হয়নি।’ যুক্তরাষ্ট্রের প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরপরই এমন বার্তা দেন তিনি।
ট্রাম্পের ঘোষণা অনুযায়ী তেহরানের স্থানীয় সময় সকাল ৮টা (গ্রিনিচ মান সময় ভোর ৪টা) থেকে তা কার্যকর হওয়ার কথা রয়েছে।
আরাঘচি আরো বলেন, যদি ইসরাইল স্থানীয় সময় ভোর ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ আগ্রাসন বন্ধ করে, তাহলে আমাদের পাল্টা প্রতিক্রিয়া চালিয়ে যাওয়ার আর কোনো পরিকল্পনা নেই।’
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হয়নি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী https://corporatesangbad.com/514759/ |