![]() |

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেডে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন সরকারের সাবেক সচিব এ এইচ এম নূরুল ইসলাম। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এম নূরুল ইসলাম গত ১৮ জুন থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন শুরু করেছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪.৮২ টাকা যা ২০২৩ সালে ছিল ২১.৭৮ টাকা ও ২০২২ সাল ছিল ৯.৫০ টাকা, ২০২১ সালে ছিল ৫২.১৮ টাকা ও ২০২০ সালে ছিল ৫.৪৩ টাকা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৪ সালে ১৯০.৮৭ টাকা যা ২০২৩ সালে ছিল ১৮৮.৬৩ টাকা, ২০২২ সালে ১৮৭.৫২ ছিল টাকা, ২০২১ সালে ছিল ২২৭.৬৩ টাকা ও ২০২০ সালে ছিল ১৭৮.৪৫ টাকা ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ইস্টার্ন লুব্রিকেন্টসের নতুন চেয়ারম্যান নিয়োগ https://corporatesangbad.com/514728/ |