নরসিংদীতে হত্যা-ডাকাতিসহ একাধিক মামলার আসামী গ্রেপ্তার

Posted on June 23, 2025

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলার আসামী গ্রেপ্তার মোঃ সবুজ ওরফে সেলিম (৩৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

সোমবার (২৩ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে রোববার দিনগত রাত সাড়ে ১২ টায় শিবপুরের কামরাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ সবুজ ওরফে সেলিম, নরসিংদীর পলাশ উপজেলার সুলতানপুর গ্রামের মৃত কামাল ওরফে আলাউদ্দিনের ছেলে।

র‌্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার জুয়েল রানা জানান, মো: সবুজ ওরফে সেলিমের বিরদ্ধে ডিএমপি'র ভাষানটেক থানা, গাজীপুরের শ্রীপুর থানা এবং পলাশ থানায় ডাকাতি, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিনগত রাত সাড়ে ১২ টায় অভিযান চালিয়ে শিবপুরের কামরাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে পলাশ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।