ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

Posted on June 23, 2025

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) এর উদ্যোগে “ক্যাপাসিটি বিল্ডিং ইন আইবিবিপিএলসি : স্পেশাল ফোকাস অন ম্যানেজারিয়াল লিডারশিপ” শীর্ষক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম শনিবার (২১ জুন) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামালউদ্দীন জসীম। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান মিজির সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন.এস.এম রেজাউর রহমান। রিসার্চ পেপার উপস্থাপন করেন অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মাসুমা বেগম।

অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদুর রহমান ও মোঃ মাকসুদুর রহমানসহ প্রধান কার্যালয়ের নির্বাহী, সকল জোন ও শাখাপ্রধান উপস্থিত ছিলেন।