রহিমাফরোজ আইপিএস স্মার্ট পণ্যের উদ্বোধন

Posted on June 22, 2025

কর্পোরেট ডেস্ক: শনিবার (২১ জুন) রাজধানীর পাঁচতারা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ রহিমাফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেড এক জাঁকজমকপূর্ণ ডিলার মিট প্রোগ্রাম আয়োজন করে। ডিলারদের অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত।

অনুষ্ঠানে রহিমাফরোজের পক্ষ থেকে একটি নতুন যুগোপযোগী পণ্য ‘রহিমাফরোজ আইপিএস স্মার্ট’ (লিথিয়াম ব্যাটারিসহ) আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করা হয়। এই নতুন আইপিএস স্মার্ট প্রযুক্তিনির্ভর, দীর্ঘস্থায়ী এবং পরিবেশবান্ধব, যা দেশের গৃহস্থালী এবং ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য আধুনিক পাওয়ার সলিউশন প্রদান করবে।

রহিমাফরোজ ডিস্ট্রিবিউশন সবসময়ই প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে আসছে। ডিলারদের সাথে এই মতবিনিময় সভা ভবিষ্যৎ পরিকল্পনা, পারস্পরিক সম্পর্ক এবং ব্যবসায়িক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা আশা প্রকাশ করেন।