পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির ১১ কোটি ৯০ লক্ষ ৮৬ হাজার ২৮৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ২৭১ কোটি ৭০ লক্ষ ৭৬ হাজার ১৯৬ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৭৬.৮১ পয়েন্ট কমে ৪৬৭৭.৬০ ডিএস-৩০ মূল্য সূচক ২৩.৯৯ পয়েন্ট কমে ১৭৫৮.২০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২১.০৪ পয়েন্ট কমে ১০১৬.৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬টির, কমেছে ৩৬৫টির এব অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- তৌফিকা ফুড, বীচ হ্যাচারী, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, ফাইন ফুডস, উত্তরা ব্যাংক, এশিয়াটিক ল্যাব, সিটি ব্যাংক, ওরিয়ন ইনুয়েশন ও বিএটিবিসি।
দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- স্টাইলক্র্যাফট, রহিমা ফুড, স্ট্যান্ডার্ড ব্যাংক, লিগেসী ফুটওয়্যার, পাইওনিয়ার ইন্সুঃ, ফাইন ফুডস, দেশ গার্মেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, প্যারামাউন্ট ইন্সুঃ ও সিটি জেনারেল ইন্সুঃ।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- প্রাইম ফাইন্যান্স, দেশ গার্মেন্ট, ফারইস্ট ফাইন্যান্স, পদ্মা লাইফ ইন্সুঃ, বে লিজিং, কেপিপিএল, ইসলামিক ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স, এএফসি অ্যাগ্রো, সিভিওপিআরএল ও জিএসপি ফাইনন্যান্স।