ডেল্টা লাইফের গণ-গ্রামীণ বীমার ঠাকুরগাঁও- দিনাজপুর জোনের উন্নয়ন সভা অনুষ্ঠিত

Posted on June 22, 2025

কর্পোরেট ডেস্ক: ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের গণ-গ্রামীণ বীমা ডিভিশনের ঠাকুরগাঁও ও দিনাজপুর জোন অপারেশন সেন্টারের আওতাধীন উন্নয়ন কর্মী ও কর্মকর্তাদের সমন্বয়ে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (২২ জুন) ঠাকুরগাঁও সদর এর মানব কল্যান ট্রেনিং সেন্টারে এই সভার আয়োজন করা হয়।

আয়োজিত সভায় কেন্দ্রীয় কার্যালয় থেকে উপস্থিত ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও গণ-গ্রামীণ বীমা ডিভিশনের প্রধান আনোয়ারুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জোন অপারেশন সেন্টারের উন্নয়ন ব্যবস্থাপক মোঃ মোখলেসুর রহমান, ডিভিপি এবং অপারেশন্স ম্যানেজার আলহাজ্ব উদ্দিন আহমেদ, এসইও ও দিনাজপুর জোন অপারেশন সেন্টারের অপারেশন্স ম্যানেজার মোঃ শাখাওয়াত হোসেন, এভিপি এবং উন্নয়ন ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান, এসইও।

শতাধিক উন্নয়ন কর্মীর সমন্বয়ে আয়োজিত সভায় কর্মীগণ তাদের ২০২৫ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রগতি তুলে ধরা সহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

"স্বপ্ন বাচুক ঘরে ঘরে, গণ-গ্রামীণ বীমা কে সংগে করে" এই শ্লোগানকে সামনে রেখে কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হক ক্ষুদ্র বীমার কার্যক্রম কে আরও প্রসারিত করে সামনে এগিয়ে নিতে কর্মীদের নিবিড়ভাবে কাজ করার জন্য আহবান জানান।