July 20, 2025 - 12:10 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশময়মনসিংহে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১

ময়মনসিংহে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১

spot_img

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এর মধ‍্যে ফুলপুরে নিহতের সংখ‍্যা বেড়ে আটজন এবং তারাকান্দায় নিহতের সংখ‍্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

শুক্রবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে হালুয়াঘাট টু ময়মনসিংহ সড়কের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা ইন্দিরারপার এলাকায় যাত্রীবাহী মাহিন্দ্রর সঙ্গে বাসের দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই পাঁচজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আরও দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মোঃ মাসুদ সরর্দার এবং ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা।

তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, নিহতের মধ্যে একজন হলেন ধোবাউড়া থানার বরাটিয়া গ্রামের মৃত আব্দুল বারেকের স্ত্রী জবেদা খাতুন (৮৫) ও অপরজন ফুলপুর থানার মদিপুর সুতারপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে রাকিবুল হাসান।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস হালুয়াঘাটের দিকে যাচ্ছিল।

পথে কাজিয়াকান্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি মাহিন্দ্রর সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুইজন মারা যান।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। এতে হালুয়াঘাট-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ব‍্যাপক ভোগান্তির সৃষ্টি হয়।

মমেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শফিক উদ্দিন বলেন, ফুলপুরে বাস ও মাহিন্দ্র দুর্ঘটনায় মমেক হাসপাতালে আহত ছয়জন ভর্তি হয়েছিল। এর মধ‍্যে হাসপাতালে আসার পরেই অজ্ঞাতপরিচয় একজন এবং রাত সাড়ে ১১টার দিকে আট নম্বর ওয়ার্ডে পারভেজ (৪৫) নামে মাহেন্দ্র চালক মারা যান।

এর আগে একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে তারাকান্দা উপজেলার কোদালধর বাজার সংলগ্ন হিমালয় ফিলিং স্টেশনের সামনে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই আটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও তিন যাত্রীকে মমেক হাসপাতালে ভর্তি করা হয়।

এর মধ‍্যে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডে মারা যান সদর উপজেলার ১ নম্বর ঘাগড়া ইউনিয়নের বাসিন্দা মোঃ কোরবান আলীর ছেলে অটোরিকশা চালক মোঃ আলম (৪০)। এ নিয়ে তারাকান্দা দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। তবে এখনো নিহত অপর দুইজনের নাম ও পরিচয় জানা যায়নি।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ টিপু সুলতান বলেন, একটি অ্যাম্বুলেন্স হালুয়াঘাট যাচ্ছিল। পথে ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ওসি।

এদিকে পৃথক দুই দুর্ঘটনার খবর পেয়ে বিকেলে এবং রাতেই ঘটনাস্থল পরির্দশন করেছেন জেলার পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম।

তিনি বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক দু’টি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্ঘটনার শিকার অটোরিকশা, বাস এবং যানগুল চিরেচ‍্যাপ্টা ও দুমড়ে মুচড়ে যাওয়া অবস্থা দেখে মনে হয়েছে বেপরোয়া গতিই এসব দুর্ঘটনার মূল কারণ। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব‍্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

বক্তব্য দেয়ার সময় মঞ্চেই ঢলে পড়লেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে বক্তব্য দিতে দিতে মঞ্চেই ঢলে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই)...

প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হবে: প্রেস সচিব

কর্পোরেট সংবাদ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের জন্য যে সময়সীমা নির্ধারণ করেছেন, সেই সময়ের মধ্যেই নির্বাচন হবে এবং...

নোয়াখালীতে নৌকা ডুবে কিশোরীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে নৌকা ডুবে আদিবা ইসলাম (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের পূর্ব...

হরিরামপুরে পদ্মার ভাঙ্গন রোধের দাবিতে গণসমাবেশ

নিজস্ব প্রতিনিধি: চলতি বর্ষায় মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মার দুর্গম চরাঞ্চলসহ দুই পাড়ের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙ্গন। এতে বিলীন হয়ে যাচ্ছে বসতবাড়িসহ শতশত...

তাবলিগ জামাতে গিয়ে যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে তাবলিগ জামাতে গিয়ে খালের পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের জিরতলী...

বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবিলিটি রেটিং ২০২৪-এ আইপিডিসি’র শীর্ষস্থান অর্জন

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশ ব্যাংক এর সাস্টেইনেবিলিটি রেটিং ২০২৪-এ সেরা সাস্টেইনেবল আর্থিক কোম্পানি হিসেবে স্বীকৃতি পেয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি.। এর মাধ্যমে, দায়িত্বশীল ও টেকসই ব্যাংকিংয়ে...

বাংলাদেশে মানবাধিকার মিশন স্থাপনে সরকার ও জাতিসংঘের সমঝোতা

কর্পোরেট সংবাদ ডেস্ক: বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)-এর মধ্যে মানবাধিকার মিশন স্থাপন সংক্রান্ত তিন বছরের সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।...

স্মার্ট রাইডারদের জন্য ‘মুনসুন অফার’ ঘোষণা করল রিভো বাংলাদেশ

কর্পোরেট্ ডেস্ক: দেশজুড়ে নতুন এক ক্যাম্পেইন চালু করেছে দেশের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক বাইক ব্র্যান্ড রিভো বাংলাদেশ। ‘রিভো মনসুন অফার’ শীর্ষক এ ক্যাম্পেইনে ক্রেতারা প্রতিটি রিভো...