তারাকান্দায় অ্যাম্বুলেন্সের-সিএনজি সংঘর্ষে নিহত ২

Posted on June 21, 2025

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় অ্যাম্বুলেন্সের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে তারাকান্দা উপজেলার কোদালধর বাজার সংলগ্ন হিমালয় ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও তিন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান বলেন, একটি অ্যাম্বুলেন্স হালুয়াঘাট যাচ্ছিল। এ সময় হিমালয় ফিলিং স্টেশনের সামনে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন:

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

সাতক্ষীরা সদর হাসপাতালের ড্রেনগুলো হয়ে উঠেছে মশার প্রজনন কেন্দ্র