![]() |

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ভালুকায় মানুষের কঙ্কালসহ মাসুদ রানা (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (২০ জুন) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মেহেরাবাড়ী এলাকায় তল্লাশি চালিয়ে মাসুদ রানাকে আটক করে যৌথ বাহিনী।
আটককৃত মাসুদ রানা শেরপুর জেলার নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের মোঃ ইউসুফ আলীর ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোর ৬টার দিকে মাসুদ রানা ও তার এক সহযোগী তিনটি স্কুলব্যাগে করে মানুষের কঙ্কাল নিয়ে ঢাকা যাচ্ছিলেন। তারা মেহেরাবাড়ী এলাকায় বাসে উঠার সময় যৌথবাহিনীর স্থাপিত চেকপোস্টে তল্লাশির মুখে পড়েন। এ সময় তাদের আচরণ সন্দেহজনক মনে হলে চেকপোস্টে দায়িত্বরত সদস্যরা ব্যাগ তল্লাশির চেষ্টা করেন। তখন দু'জন দৌঁড়ে পালানোর চেষ্টা করে।এ সময় স্থানীয়দের সহযোগিতায় মাসুদ রানাকে আটক করা সম্ভব হলেও অপরজন পালিয়ে যায়।
পরে তার ব্যাগ তল্লাশি করে তিনজন মানুষের মাথার খুলি ও অন্যান্য অস্থিসহ কঙ্কাল উদ্ধার করে উদ্ধার হওয়া কঙ্কাল ও আটক যুবককে ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ কঙ্কাল বিক্রির জন্য ঢাকা যাওয়ার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ভালুকায় মানব কঙ্কালসহ যুবক আটক https://corporatesangbad.com/514357/ |