![]() |

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে নবদম্পতির মধ্যে বনিবনা না হওয়ায় বিয়ের ঘটককে গাছের সাথে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে কনের পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় আহত ঘটক মজিবর শেখ (৬৫) বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটেছে গত ১৫ জুন (রোববার) সন্ধ্যায় উপজেলার সুঘাট ইউনিয়নের সূত্রাপুর গোয়ালপাড়া গ্রামে। ঘটনার শিকার মজিবর শেখ শেরপুর উপজেলার ওমরপাড়া গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় ঘটকের ছোট ভাই নজরুল শেখ শেরপুর থানায় কনের বাবা জহুরুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, গত ৯ জুন সূত্রাপুর গোয়ালপাড়া গ্রামের জহুরুল ইসলামের মেয়ে সুমাইয়া খাতুনের (২১) সঙ্গে শাজাহানপুর উপজেলার ঘাসুরিয়া গ্রামের মো. মুন্নার (২৮) বিয়ে হয়। বিয়ের ঘটক ছিলেন মজিবর শেখ। বিয়ের দিনই কনেকে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয়। তবে বিয়ের কিছুদিন পরেই নবদম্পতির মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়, যা নিয়ে ক্ষুব্ধ হয় কনের পরিবার।
মজিবর শেখ অভিযোগ করে জানান, তাকে উপহার হিসেবে লুঙ্গি দেয়ার কথা বলে জহুরুল ইসলামের বাড়িতে ডেকে নেয়া হয়। সেখানে পৌঁছানোর পরই তাকে প্রথমে এলোপাতাড়ি মারধর করা হয় এবং পরে হাত বেঁধে গাছের সাথে বেঁধে গোবর মাখানো স্যান্ডেল ও লাঠি দিয়ে এক ঘণ্টার বেশি সময় ধরে নির্যাতন চালানো হয়। পরবর্তীতে ছোট ভাই নজরুল শেখ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ১৭ জুন উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
অভিযুক্ত জহুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “ঘটক আমাদের মেয়ের সঙ্গে প্রতারণা করেছে। ছেলের পরিবার ভালো বললেও বিয়ের পর মেয়ের ওপর শ্বশুরবাড়ির লোকজন খারাপ আচরণ করতে থাকে। রাগের মাথায় একটু শাসন করেছি।”
এ বিষয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, “ঘটক মজিবর শেখ আসলে মেয়ের পরিবারের আত্মীয়, জহুরুল ইসলামের মামা। নাতনীর সংসারে সমস্যা হওয়ায় কথাবার্তার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। অভিযুক্তরা ঘটকের চিকিৎসার খরচ বহন করছেন। যেহেতু তারা আত্মীয়, তাই কিছু সময় পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে প্রয়োজনে মামলা নেয়া হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| নবদম্পতির বনিবনা যাচ্ছে না, ঘটককে গাছে বেঁধে মারধর https://corporatesangbad.com/514349/ |