স্পোর্টস ডেস্ক: স্পিনার নাইম হাসানের ৫ উইকেটে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৮৫ রানে অলআউট হয়েছে স্বাগতিক শ্রীলংকা। ফলে প্রথম ইনিংস থেকে ১০ রানের লিড পেয়েছে টাইগাররা। প্রথম ইনিংসে ৪৯৫ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ।
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ৩৬৮ রান করেছিল শ্রীলংকা।
চতুর্থ দিন বাকী ৬ উইকেটে ১১৭ রান যোগ করে ৪৮৫ রানে অলআউট হয় শ্রীলংকা। ১৭ রান নিয়ে খেলতে নামা অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাকে ১৯ রানে থামান নাইম। ৩৭ রানে দিন শুরু করে নাইমের শিকার হয়ে ৮৭ রানে বিদায় নেন কামিন্দু মেন্ডিস।
এরপর থারিন্দু রত্নায়েকে শূন্য ও আসিথা ফার্নান্দো ৪ রানে শিকার হন নাইমের। ইনিংসে ১২১ রানে ৫ উইকেট নেন নাইম। ১৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে চতুর্থবার ইনিংসে পাঁচ উইকেট নিলেন নাইম।
নাইম ছাড়াও বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ৩টি এবং তাইজুল ইসলাম ও মোমিনুল হক ১টি করে উইকেট নেন।
এর আগে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমদিনে আগে ব্যাট করতে নেমে মাত্র ৪৫ রান তুলতেই টপঅর্ডারের ৩ ব্যাটারকে হারিয়ে বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। এরপর দলের হাল ধরেছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চতুর্থ উইকেটে দুজনে রেকর্ড ২৬৪ রানের জুটি গড়ে সফরকারীদের ম্যাচে ফিরিয়ে আনে।
দ্বিতীয় দিনের সকালে ব্যক্তিগত ১৪৮ রানে শান্ত আউট হলেও পথ হারায়নি বাংলাদেশ। লিটন দাসকে নিয়ে ফের ১৪৯ রানের বড় জুটি গড়েন মুশফিক। তবে ব্যক্তিগত ১৬৩ রানে সাজঘরের পথে ফিরতে হয় মিস্টার ডিপেন্ডেবলকে। হতাশ হয়েছেন লিটন কুমার দাসও। ব্যক্তিগত ৯০ রানে সাজঘরে ফেরেন বাংলাদেশের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক।
এরপরেই শুরু হয় টাইগারদের ব্যাটিং বিপর্যয়। যার রেশ ছিল তৃতীয় দিনের সকাল পর্যন্ত। ৩৭ রান তুলতেই শেষ ৭ উইকেট হারিয়ে ৪৯৫ রানে থামে টাইগারদের ইনিংস। টাইগারদের বিপক্ষে ৪ উইকেট আসিথা ফার্নান্দোর। ৩টি করে উইকেট মিলান রত্নায়েকে ও থারিন্দু রত্নায়েকের।