July 12, 2025 - 8:03 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনসম্মানসূচক অস্কার পাচ্ছেন টম ক্রুজ

সম্মানসূচক অস্কার পাচ্ছেন টম ক্রুজ

spot_img

বিনোদন ডেস্ক: চলচ্চিত্রে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এবারের গভর্নরস অ্যাওয়ার্ডসে সম্মানসূচক অস্কার পাচ্ছেন হলিউড তারকা টম ক্রুজ। তবে কেবল তিনি নয় এই তালিকায় আছেন আরও তিনজন। এরা হলেন খ্যাতিমান কোরিওগ্রাফার ও অভিনেত্রী ডেবি অ্যালেন এবং দক্ষ প্রোডাকশন ডিজাইনার উইন থমাস। পাশাপাশি সংগীতশিল্পী ও সমাজকর্মী ডলি পার্টনকে জিন হারশল্ট মানবিকতা পুরস্কারে ভূষিত করা হচ্ছে।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ১৬ নভেম্বর, লস অ্যাঞ্জেলেসে। একাডেমির প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং বলেন, এই চারজন কিংবদন্তি শিল্পী এমনভাবে চলচ্চিত্র জগতে ছাপ রেখে গেছেন যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ডেবি অ্যালেন তার নৃত্য ও অভিনয় দিয়ে প্রজন্মকে মুগ্ধ করেছেন, টম ক্রুজ প্রেক্ষাগৃহের সংস্কৃতি রক্ষায় সাহসী ভূমিকা রেখেছেন, ডলি পার্টন তার মানবিক কাজে অনন্য নজির স্থাপন করেছেন, আর উইন থমাস অসাধারণ নকশা-দক্ষতায় বহু সিনেমাকে জীবন্ত করে তুলেছেন।

টম ক্রুজ দীর্ঘ ক্যারিয়ারে যেমন নিজ হাতে স্টান্ট করেছেন, তেমনি প্রযোজক হিসেবেও অসাধারণ সাফল্য অর্জন করেছেন। কোভিড-পরবর্তী সময়ে ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির মাধ্যমে দর্শককে হলে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। এই ছবিটি সেরা চলচ্চিত্র বিভাগে অস্কার মনোনয়নও পেয়েছিল। তিনবার অস্কারে মনোনীত ক্রুজের আলোচিত ছবির তালিকায় রয়েছে—‘জেরি ম্যাগুয়ের’, ‘ম্যাগনোলিয়া’, ‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’, ‘আ ফিউ গুড মেন’, ‘ভ্যানিলা স্কাই’ ও ‘মিশন ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজি।

অন্যদিকে, নৃত্য, অভিনয় ও প্রযোজনার জগতে সমান দক্ষতা দেখিয়ে আসছেন ডেবি অ্যালেন। সাতবার একাডেমি অ্যাওয়ার্ডসের কোরিওগ্রাফি করেছেন তিনি। কাজ করেছেন ‘ফরগেট প্যারিস’, ‘আ জ্যাজম্যানস ব্লুজ’ ও ‘দ্য সিক্স ট্রিপল এইট’-এর মতো ছবিতে। পাশাপাশি অভিনয়ে ‘ফেম’ ও ‘র‍্যাগটাইম’-এ তার পারফরম্যান্স ছিল প্রশংসনীয়।

এছাড়াও উইন থমাস চলচ্চিত্রের প্রোডাকশন ডিজাইনের ক্ষেত্রে পথপ্রদর্শক হিসেবে বিবেচিত। স্পাইক লির ‘ডু দ্য রাইট থিং’, ‘ম্যালকম এক্স’, ‘ডা ফাইভ ব্লাডস’-এর মতো ছবিতে তার কাজ পেয়েছে সমালোচকদের প্রশংসা। এছাড়া ‘আ বিউটিফুল মাইন্ড’, ‘হিডেন ফিগারস’-এর মতো আন্তর্জাতিক সফল সিনেমার নেপথ্যেও ছিল তার মেধা।

অন্যদিকে জিন হারশল্ট মানবিকতা পুরস্কার পাচ্ছেন ডলি পার্টন। যিনি কেবল সংগীতেই নয়, সমাজসেবাতেও অগ্রগণ্য। ১০ কোটির বেশি অ্যালবাম বিক্রি এবং ৪৯টি স্টুডিও অ্যালবাম প্রকাশ ছাড়াও তিনি কাজ করেছেন ‘নাইন টু ফাইভ’ ও ‘স্টিল ম্যাগনোলিয়াস’-এর মতো সিনেমায়। ১৯৯৫ সালে শুরু হওয়া তার ‘ইমাজিনেশন লাইব্রেরি’ প্রকল্পের মাধ্যমে বিশ্বজুড়ে ২৮ কোটিরও বেশি বই শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

চিরস্থায়ী অবসরে জোতার ২০ নম্বর জার্সি

স্পোর্টস ডেস্ক : সদ্য প্রয়াত পর্তুগীজ ফরোয়ার্ড দিয়েগো জোতার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে তার ২০ নম্বর জার্সিটিকে চিরস্থায়ী অবসরে পাঠাচ্ছে লিভারপুল। এ মাসে স্পেনের...

‘রাজসাক্ষী হয়ে সত্য প্রকাশের শর্তে সাবেক আইজিপিকে ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে’

কর্পোরেট সংবাদ ডেস্ক : জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে দোষ স্বীকার করে রাজসাক্ষী হতে সম্মত হওয়ায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল...

ক্ষমতার ভাগবাটোয়ারা ছাড়া দেশ সংস্কারে তাদের সমর্থন পাওয়া যায়নি: নাহিদ

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: ক্ষমতার ভাগবাটোয়ারা ছাড়া দেশ সংস্কারের কোনো বিষয়ে তাদের সমর্থন পাওয়া যায়নি উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম...

মানবিক সেনা সদস্যের ফেসবুক পোস্টে বদলে গেল বৃদ্ধার জীবন!

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কইতরুন্নেছা (৬৫) পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। একপর্যায়ে তিনি পৌঁছান মাদারীপুরে; আশ্রয় নেন...

ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জেরেই সোহাগকে হত্যা: পুলিশ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে দোকানের নিয়ন্ত্রণ এবং আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরেই ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ চাঁদ মিয়া ওরফে সোহাগকে...

গফরগাঁওয়ে দু’প্রবাসীর দুই শিশু নিখোঁজের ২২ ঘণ্টার পর একজনের লাশ উদ্ধার

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় দুই প্রবাসীর দুই শিশু সন্তান নিখোঁজের ২২ ঘণ্টার পর মোঃ সিফাত হাসান (১১) নামে এক শিশুর লাশ পুকুর থেকে...

কুয়াকাটা পৌরসভার দরপত্রে কারসাজি: অপরিকল্পিত কাজের সিদ্ধান্তে সাগরে বিলীন হচ্ছে কোটি কোটি টাকা

পটুয়াখালী প্রতিনিধি।। সরকার পরিবর্তনের পরও কুয়াকাটা পৌরসভায় প্রকৌশল বিভাগের অনিয়ম থামছে না। খোদ পৌরসভার ভেতরেই গড়ে উঠেছে প্রকৌশলীদের একটি শক্তিশালী সিন্ডিকেট। এই সিন্ডিকেটের প্রভাবে...

ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শনিবার (১২ জুলাই, ২০২৫) ব্যাংকের রাজশাহী জোনাল অফিস কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের...