পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ জুন, ২০২৫) দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৬ কোটি ৫৩ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদের মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে দুই কোম্পানির শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো- তৌফিকা ফুড অ্যান্ড লাভেলো আইসক্রীম পিএলসি ও রেনাটা পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, এদিন লাভেলো আইসক্রীমের ৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং রেনাটা পিএলসির লেনদেন হয়েছে ২ কোটি ৪৪ লাখ টাকার।