জুলাই সনদ ঘোষণার দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ ও মানববন্ধন

Posted on June 19, 2025

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: জুলাই সনদ দ্রুত ঘোষণার দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পাটি (এনসিপি) ।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ে এনসিপি সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাতক্ষীরা জেলা কমিটির আহবায়ক কামরুজ্জামান বুলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব আসান উল্লাহ, সদস্য সিএম নাজমুল ইসলাম, খাদিজা ইসলাম চায়নাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

বক্তারা অবিলম্বে জুলাই ঘোষণাপত্র প্রকাশ, জুলাই গণহত্যার বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহবান জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, "জুলাই গণহত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা হোক। এর মধ্য দিয়েই ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।

পরবর্তীতে আল বারাকা কমিউনিটি সেন্টারের হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বৈষম্যমূলক সমাজ ব্যবস্থাকে ভেঙে দিয়ে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হলে জুলাই সনদ অপরিহার্য বলে দাবী জানান।