দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস

Posted on June 19, 2025

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার (১৯ জুন, ২০২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে ৭১ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদের মধ্যে দেশ গার্মেন্টস লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৮ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়ে বর্ধিত মূল্য হয়েছে ৯১ টাকা ৭০ পয়সা। তাতেই দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

দরবৃদ্ধির এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্টাইলক্রাফট লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ৫ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ।

এবং গতদিনের তুলনায় ৫ দশমিক ৪৬ শতাংশ বা ৬ টাকা ৪০ পয়সা মূল্য বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড।

এদিন ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির মধ্যে লিগাসি ফুটওয়ার লিমিটেড ৪ দশমিক ৮৪ শতাংশ বেড়ে হয়েছে ৪৯ টাকা ৮০ পয়সা, রহিম টেক্সটাইল মিলস পিএলসির ৪ দশমিক ৮২ শতাংশ বেড়ে হয়েছে ১০৮ টাকা ৭০ পয়সা, এমএল ডাইংয়ের ৩ দশমিক ৩৭ শতাংশ বেড়ে হয়েছে ৯ টাকা ২০ পয়সা, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ৩ দশমিক ২ শতাংশ বেড়ে হয়েছে ১২ টাকা ৯০ পয়সা, জাহিন স্পিনিং পিএলসির ২ দশমিক ৯০ শতাংশ বেড়ে হয়েছে ৭ টাকা ১০ পয়সা, ন্যাশনাল টিউবস লিমিটেডের ২ দশমিক ৩৩ শতাংশ বেড়ে হয়েছে ৭৪ টাকা ৭০ পয়সা এবং ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২ দশমিক ৩৩ শতাংশ বেড়ে হয়েছে ৪ টাকা ৪০ পয়সা।