![]() |

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৮টি কোম্পানির ১১ কোটি ৬৭ লক্ষ ৩ হাজার ৬৫৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের
লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩০৫ কোটি ৬৮ হাজার ৭১৮ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ২২.৪১ পয়েন্ট কমে ৪৭৫৪.৪১ ডিএস-৩০ মূল্য সূচক ৫.২৪ পয়েন্ট কমে ১৭৮২.২০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪.৯৫ পয়েন্ট কমে ১০৩৭.৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ২৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- তৌফিকা ফুড, বীচ হ্যাচারী, ব্র্যাক ব্যাংক, এশিয়াটিক ল্যাব, খান ব্রাদার্স পিপি, অগ্নি সিস্টেম, ইস্টার্ণ লুব্রিকেন্টস, ফাইন ফুডস, স্কয়ার ফার্মা ও মাগুরা মাল্টিপ্লেক্স।
দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- দেশ গার্মেন্ট, স্টাইলক্র্যাফট, আল-হাজ¦টেক্স, লিগেসী ফুডওয়্যার, রহিম টেক্স, এমএল ডাইং, বিডি থাই, জাহিন স্পিনিং, ন্যাশনাল টিউবস ও ডিবিএইচ ১ম মি. ফা.।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- শ্যামপুর সুগার, আনলিমা ইয়ার্ণ, সিলকো ফার্মা, ইবিএল এনআরবি মি. ফা., জুট স্পিনার্স, পিপলস লিজিং, গ্লোবাল ইন্সুঃ, সুহৃদ ইন্ডাঃ, ইসলামি ইন্সু: ও এসআলম কোল্ড রোল্ড।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩০৫ কোটি https://corporatesangbad.com/514259/ |