![]() |

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (১৮ জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) শামীম আকন্জি ও এসআই আমির হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভদ্রগাঁওয়ের গুলের হাওর বাজার এলাকা থেকে সাদেক আলী (২৬) ও দিলীপ গড় ওরফে অজয় (২৫) কে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
আটককৃত উভয়ই কমলগঞ্জ উপজেলার চাম্পারায় চা বাগানের (সোনারায়) বাসিন্দা।
তল্লাশি করে আটককৃতদের হেফাজত থেকে মোট ৩ কেজি গাঁজা উদ্ধার ও দু'জনকে আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬০ হাজার টাকা।
কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মোঃ মাহফুজুল কবির জানান, আটককৃত দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান থানা এলাকায় অব্যাহত থাকবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| মৌলভীবাজারে ৩ কেজি গাঁজাসহ দুই কারবারি আটক https://corporatesangbad.com/514228/ |