আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর দক্ষিণ ইসরায়েলের বে’র শেভার সোরোকা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। পাশাপাশি পূর্বে তেল আবিব এবং রামাত গান এবং দক্ষিণে হলনেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানা গেছে। কিছু ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে।
পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়ছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ও ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল।
বৃহস্পতিবার (১৯ জুন) ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলের বেয়ারশেবার সোরোকা মেক্যাল সেন্টারে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের খবর এখনো নিশ্চিত করা হয়নি।
হাসপাতালের মুখপাত্র বলেন, আমরা বর্তমানে ক্ষয়ক্ষতি ও আহতদের বিষয়টি মূল্যায়ন করছি। হাসপাতালের বিভিন্ন অংশে ব্যাপক ক্ষতি হয়েছে। মুখপাত্র আরো অনুরোধ করেন, এই মুহূর্তে কেউ যেন হাসপাতালে না আসে।
টেলিগ্রামে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দাবি করা হয়, হামলার পরপরই ধারণ করা ফুটেজে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা গেছে এবং মাটিতে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে।

এদিকে ইরানের সর্বশেষ ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলিদের দেশজুড়ে আশ্রয়স্থল ত্যাগ করতে বলা হয়েছে।
গত বৃহস্পতিবার (১২ জুন) ভোরে ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি-সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা নিহত হন। এছাড়াও, ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষস্থানীয় ছয়জন পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন। এই হামলার প্রতিক্রিয়ায় ইরান কঠোর প্রতিশোধের হুমকি দেয় এবং পরবর্তীতে ইসরায়েলে পাল্টা হামলা চালায়। এরপর থেকে দুই পক্ষই একে অপরের ওপর হামলা অব্যাহত রেখেছে, যা আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।