ঢাকা ব্যাংককে অনুমোদন চাইতে বললো বিএসইসি

Posted on June 19, 2025

পুঁজিবাজার ডেস্ক: ঢাকা ব্যাংক পিএলসি সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ বা বোনাস শেয়ার ঘোষণা করেছে। ঘোষিত বোনাস শেয়ার ইস্যুর বিষয়ে ১৬ জুন এক চিঠির মাধ্যমে ব্যাংকটিকে অনুমোদন নিতে বলেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কমিশনের নিয়ম অনুযায়ী, কোনো কোম্পানি স্টক লভ্যাংশ ইস্যু করতে চাইলে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নেয়ার বাধ্যবাধকতা রয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২০০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০০ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১০০৬ কোটি ৬০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ১০০ কোটি ৬৬ লাখ ২ হাজার ২৩৮ এবং রিসার্ভ অ্যান্ড সারপ্লাসে ছিল ১২৩৩ কোটি ৯৪ লাখ টাকা।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ মে, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৪৪ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ১২.৪৫ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৪৩.৫৫ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৯.৬০ টাকা থেকে ১৪.৯০ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ১০.৭০ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ১০.৭০ টাকা। ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।