যশোরে ওমিক্রনে একজনের মৃত্যু

Posted on June 18, 2025

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরে নতুন ধরনের ওমিক্রন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শেখ আমির হোসেন নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ জুন) ভোরে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত শেখ আমির হোসেন বাঘারপাড়ার জহুরপুরের মৃত শেখ মকছেদ আলীর ছেলে। তিনি যশোর জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে মঙ্গলবার (১৭ জুন) দুপুরে ওই রোগীর করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আইসিইউ বিভাগের ইনচার্জ ডা. রবিউল ইসলাম তুহিন।

৫ জুন আমির হোসেন যশোর জেনারেল হাসপাতালের মডেল ওয়ার্ডে পেটে ব্যথা নিয়ে ভর্তি হন। এতদিন তিনি ওই ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। রোববার তার নতুন করে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসক তাকে আইসিইউতে রেফার করেন। কিন্তু সেখান শয্যা না থাকায় তিনি মডেল ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার সকালে আইসিইউতে শয্যা ফাঁকা হলে পরিবারের লোকজন তাকে সেখানে নিয়ে যান। পরে ডাক্তার তাকে করোনা পরীক্ষার পরামর্শ দেন। রোগীর স্বজনরা দুপুরে বেসরকারি একটি প্রতিষ্ঠানে তার র্যাপিড এন্টিজেন পরীক্ষা করান। পরীক্ষায় করোনা শনাক্ত হয়। বুধবার ভোরে তার মৃত্যু হয়।

যশোরের সিভিল সার্জন মোঃ: মাসুদ রানা বলেন, এটি করোনা ভাইরাসের নতুন রূপ। তাই আতঙ্ক না হয়ে সবাইকে সচেতন হতে হবে। নিয়মিত মুখে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দেন এ কর্মকর্তা।