দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্স্যুরেন্স

Posted on June 18, 2025

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৮ জুন, ২০২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে ২০২ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদের মধ্যে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৩ টাকা বা ১০ শতাংশ বেড়ে বর্ধিত মূল্য হয়েছে ৩৩ টাকা। তাতেই দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

দরবৃদ্ধির এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে জাহিন স্পিনিং পিএলসি। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ৬০ পয়সা বা ৯ দশমিক ৫২ শতাংশ।

এবং গতদিনের তুলনায় ৭ দশমিক ৭১ শতাংশ বা ১৩ টাকা ৯০ পয়সা মূল্য বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে এ্যাপেক্স ফুডস লিমিটেড।

এদিন ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির মধ্যে কর্ণফুলি ইন্সুরেন্স পিএলসির ৭ দশমিক ৪৪ শতাংশ বেড়ে হয়েছে ২৬ টাকা, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৭ দশমিক ১৭ শতাংশ বেড়ে হয়েছে ২৬ টাকা ৯০ পয়সা, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৬ দশমিক ৪৭ শতাংশ বেড়ে হয়েছে ১০২ টাকা, ওয়াটা কেমিক্যালস লিমিটেডের ৫ দশমিক ৮৩ শতাংশ বেড়ে হয়েছে ১০৯ টাকা, এম্বি ফার্মাসিউটিক্যালস পিএলসির ৫ দশমিক ৫৬ শতাংশ বেড়ে হয়েছে ৮৫৮ টাকা ৪০ পয়সা, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির ৪ দশমিক ৯৮ শতাংশ বেড়ে হয়েছে ২৩ টাকা ২০ পয়সা এবং সামিট পাওয়ার লিমিটেডের ৪ দশমিক ৩২ শতাংশ বেড়ে হয়েছে ১৪ টাকা ৫০ পয়সা।