কারন ছাড়াই বাড়ছে দেশ গার্মেন্টেসের শেয়ারদর

Posted on June 18, 2025

পুঁজিবাজার ডেস্ক: সম্প্রতি বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক বেড়েছে। এর পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ২৭ মে কোম্পানিটির শেয়ারদর ছিল ৫৯ টাকা ৬০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৮৩ টাকা ৪০ পয়সায়। এ সময়ের ব্যবধানে দেশ গার্মেন্টসের শেয়ারদর বেড়েছে ৩৯ দশমিক ৯৩ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে .৫৯ টাকা যা ২০২৩ সালে ছিল .৩৮ টাকা, ২০২২ সাল ছিল .০৫ টাকা, ২০২১ সালে ছিল .৪০ টাকা ও ২০২০ সালে ছিল .৪৩ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ১৮.৪৪ টাকা যা ২০২৩ সালে ছিল ১৮.০৬ টাকা, ২০২২ সালে ছিল ১৯.৪৫ টাকা, ২০২১ সালে ছিল ১৯.৭০ টাকা ও ২০২০ সালে ছিল ২০.০১ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে দিয়েছে ৩ শতাংশ নগদ, ২০২৩ সালে ৩ শতাংশ নগদ, ২০২২ সালে ১০ শতাংশ স্টক, ২০২১ সালে ৫ শতাংশ নগদ এবং ২০২০ সালে ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৮৯ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৮ কোটি ৩০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ৮২ লাখ ৮৮ হাজার ৩৪২ এবং রিসার্ভ অ্যান্ড সারপ্লাসে ছিল ৭ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকা।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ মে, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৫৪.৯৯ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৩.১১ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৪১.৯০ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৫৬.৬০ টাকা থেকে ৯৮.৪০ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৮৩.৪০ টাকা। ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করছে।