![]() |

কর্পোরেট ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং ওমনিকেয়ার ডায়াগনস্টিকস লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই কৌশলগত অংশীদারির মাধ্যমে ইউসিবির সকল ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারীরা বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা উপভোগ করতে পারবেন, যা উন্নতমানের ডায়াগনস্টিক সেবার সহজলভ্যতা নিশ্চিত করবে।
সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন ইউসিবির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিকুর রহমান এবং ওমনিকেয়ার ডায়াগনস্টিকস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ফিদা হোসেন।
অনুষ্ঠানে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস ওমনিকেয়ার ডায়াগনস্টিকস লিমিটেডের চেয়ারম্যান মো. আলতাফ হোসেন, জেনারেল ম্যানেজার ডা. মো. ইমতিয়াজ উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউসিবি তার গ্রাহকদের জন্য সাশ্রয়ী, সহজপ্রাপ্য ও উন্নতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ— এই সহযোগিতার চুক্তি তারই একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ইউসিবি ও ওমনিকেয়ার ডায়াগনস্টিকসের মধ্যে চুক্তি স্বাক্ষর https://corporatesangbad.com/514117/ |