প্রদর্শিত হবে যশোরের ৪ খুদে বিজ্ঞানীর কৃষি রোবট

Posted on June 18, 2025

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: জ্ঞান-বিজ্ঞানে করব জয়, সেরা হবো বিশ্বময়-এই স্লোগানকে সামনে রেখে ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় বিজ্ঞানভিত্তিক আয়োজন—৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৫। এতে যশোরের মুখ উজ্জল করবেন ৪ খুদে বিজ্ঞানী।

বুধবার (১৭ জুন) তিন দিনব্যাপী এ মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাইকৃত উদ্ভাবনী প্রকল্পগুলো প্রদর্শনের সুযোগ পাচ্ছে। এরই ধারাবাহিকতায় যশোরের জে.সি.বি বিজ্ঞান ক্লাব তাদের কৃষিনির্ভর রোবটিক উদ্ভাবন “ড্রিমস অব বাংলাদেশ (ডব)” নিয়ে জাতীয় পর্যায়ে অংশ নিচ্ছে।

জে.সি.বি বিজ্ঞান ক্লাবের সভাপতি সাজিন আহম্মেদ জয়-এর নেতৃত্বে তৈরি এ প্রকল্পে সহযোদ্ধা হিসেবে কাজ করেছেন ক্লাবের নির্বাহী সদস্য মুজাহিদ উল হাসান, মাহমুদুল হাসান মেহেদী ও তাহমিদ মৃধা।

তাদের তৈরি রোবটটি কৃষি কাজে ব্যবহারের উপযোগী করে ডিজাইন করা হয়েছে। এতে মাটি পরীক্ষা, বীজ বপন, কীটনাশক ছিটানোসহ বিভিন্ন কৃষিকাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করার ব্যবস্থা রাখা হয়েছে। উদ্যোক্তাদের ভাষ্যমতে, এটি বাংলাদেশের কৃষির ভবিষ্যৎ রূপান্তরে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে।

১৮জুন থেকে ২০ জুন পর্যন্ত চলবে এই বিজ্ঞান উৎসব। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এটি সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকবে।

যশোরের বিজ্ঞান চর্চায় এই উদ্ভাবনী প্রকল্পটি জাতীয় মেলায় প্রদর্শনের সুযোগ পাওয়ায় নতুন মাত্রা যুক্ত হলো।

বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহী সকলকে মেলায় আমন্ত্রণ জানিয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং জে.সি.বি বিজ্ঞান ক্লাব।