সুনামগঞ্জ হতে অপহৃত কিশোরী মনোহরদীতে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

Posted on June 18, 2025

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: সুনামগঞ্জ হতে অপহৃত এক কিশোরীকে নরসিংদী থেকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় অপহরণকারী মোঃ বাহাদুর ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের জানান, র‌্যাব -১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্প কমান্ডার জুয়েল রানা।

এর আগে সোমবার দিবাগত রাতে মনোহরদী উপজেলার হাতিরদিয়া এলাকা থেকে অপহৃতাকে উদ্ধার ও অপহরণে জড়িত মোঃ বাহাদুর ইসলাম (২২)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাহাদুর ইসলাম কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার লক্ষিগঞ্জের মমরদিয়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, গত ১৩ জুন সকাল আনুমানিক ৭টায় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার পলাশগাঁও এলাকার বাসিন্দা ১৩ বছর বয়সী ওই কিশোরীকে তাঁর বাড়ির সামনের বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়ক থেকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে অভিযুক্ত বাহাদুর ইসলাম ও তার সহযোগীরা। এ ঘটনার পর পরিবার সংশ্লিষ্ট থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে র‌্যাব-১১, সিপিএসসি নরসিংদী ক্যাম্পের একটি দল তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১৬ জুন) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে মনোহরদী থানার হাতিরদিয়া বাজার সংলগ্ন হাজী নুরল ইসলামের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার এবং মূল অভিযুক্ত বাহাদুরকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব নরসিংদী ক্যাম্পের কমান্ডার জুয়েল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হাতিরদিয়া বাজার এলাকার নুরল ইসলামের বাড়ি থেকে অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃতকে ও আসামীকে বিশ্বম্ভরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।