সিংগাইর থেকে চুরি হওয়া গরু-গাড়ি নেত্রকোনা থেকে উদ্ধার, গ্রেফতার ৪

Posted on June 18, 2025

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর থেকে চুরি হওয়া চারটি ষাঁড় গরু ও একটি পিকআপ গাড়ি নেত্রকোনা থেকে উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ। এঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত চার চোরকে।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম তৌফিক আজম।

এর আগে গত ১৩ জুন উপজেলার চারিগ্রাম ইউনিয়নের খানপাড়া এলাকার জাম্বু রেঞ্জ গরুর ফার্মে চুড়ির এ ঘটনা ঘটে।

চুরির ঘটনায় গ্রেফতারকৃত ফার্মের চার কর্মচারীরা হল- নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার হৃদয় মিয়া (২৭), পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার মোঃ ফরহাদ (৫৫), মেহেরপুর জেলার যোগেন্দা গ্রামের মোঃ সাব্বির হায়দার ওরফে হৃদয় (১৯) ও মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার চারিগ্রাম ইউনিয়নের মোঃ জালাল উদ্দিন ওরফে শাহজালাল (২৪)।

জানা যায়, জাম্বু রেঞ্জ গরুর ফার্ম থেকে শুক্রবার রাতের যেকোন সময় ৪টি ষাঁড় গরু ও ১টি পিকআপ চুরি হয়। পরের দিন ফার্মের মালিক মুদাসসার খান মুমিত সিংগাইর থানায় একটি মামলা দায়ের করেন। পরে সোমবার (১৬ জুন) রাতে সিংগাইর থানার পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রাধীন এলাকা থেকে চুরি হওয়া গরু ও পিকআপ উদ্ধার করে। এরসঙ্গে গ্রেফতার করে চুরির সাথে জড়িত ফার্মের ৪ কর্মচারীকে।

এ ব্যাপারে ওসি জানান,চুরি হওয়া গরু ও পিকআপ উদ্ধারসহ ৪ চোরকে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। মূল আসামী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দ্বি দিয়েছেন বলেও জানান তিনি।