![]() |

পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির ১৩ কোটি ৭৫ লক্ষ ৯১ হাজার ৪১৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩১৩ কোটি ৬২ লাখ ১৫ হাজার ৮০২ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৪৩.৯৭ পয়েন্ট কমে ৪৭৩৯.৬৯ ডিএস-৩০ মূল্য
সূচক ১৭.৩২ পয়েন্ট কমে ১৭৭০.২১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১১.৫৮ পয়েন্ট কমে ১০৩৩.৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৭টির, কমেছে ২৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- তৌফিকা ফুড, বীচ হ্যাচারী, অগ্নি সিস্টেম, বিপিপিএল, ব্র্যাক ব্যাংক, বিএসসি, স্কয়ার ফার্মা, সী পার্ল বীচ রিসোর্ট, ইস্টার্ণ লুব্রিকেন্টস ও সিলকো ফার্মা।
দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সেন্ট্রাল ইন্সুঃ, জাহিন স্পিনিং, মুন্নু অ্যাগ্রো, সিলকো ফার্মা, ইস্টার্ণ লুব্রিকেন্টস, সোনারবাংলা ইন্সুঃ, এনআরবি ব্যাংক, সিটি জেনারেল ইন্সুঃ, সিলভা ফার্মা ও কে অ্যান্ড কিউ।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইউনিয়ন ক্যাপ, নূরানী ডাইয়িং, আইসিবি এএমসিএল ২য় মি. ফা., ভেনগার্ড এএমএল রূপালি ব্যাংক ব্যালেন্সড ফান্ড, আলিফ ম্যানুঃ, ঢাকা ডায়িং, এমএল ডায়িং, আরএসআরএম স্টিল, বিডি ওয়েল্ডিং ও তিতাস গ্যাস।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ডিএসইতে আজকের লেনদেন ৩১৩ কোটি https://corporatesangbad.com/514053/ |