দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্স্যুরেন্স

Posted on June 17, 2025

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ জুন, ২০২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে ৬৭ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদের মধ্যে সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসির শেয়ারদর আগের দিনের তুলনায় ২ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৮৯ শতাংশ বেড়ে বর্ধিত মূল্য হয়েছে ৩০ টাকা। তাতেই দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

দরবৃদ্ধির এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে জাহিন স্পিনিং পিএলসি। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ৫০ পয়সা বা ৮ দশমিক ৬২ শতাংশ।

এবং গতদিনের তুলনায় ৬ দশমিক ৮৬ শতাংশ বা ২০ টাকা ৪০ পয়সা মূল্য বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে মুন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড।

এদিন ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির মধ্যে সিলকো ফার্মাসিটিক্যালসের ৫ দশমিক ৫২ শতাংশ বেড়ে হয়েছে ১৫ টাকা ৩০ পয়সা, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসির ৪ দশমিক ৯৯ শতাংশ বেড়ে হয়েছে ২৫৮০ টাকা ১০ পয়সা, সোনার বাংলা ইন্সুরেন্স লিমিটেডের ৩ দশমিক ৮২ শতাংশ বেড়ে হয়েছে ২১ টাকা ৭০ পয়সা, এনআরবি ব্যাংক পিএলসির ৩ দশমিক ০৯ শতাংশ বেড়ে হয়েছে ১০ টাকা, সিটি ইন্স্যুরেন্স পিএলসির ৩ দশমিক ০৬ শতাংশ বেড়ে হয়েছে ৪ টাকা ৭০ পয়সা, সিলভা ফার্মাসিউটিবক্যালসের ৩ দশমিক ০৬ শতাংশ বেড়ে হয়েছে ১০ টাকা ১০ পয়সা এবং কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের ২ দশমিক ৯৬ শতাংশ বেড়ে হয়েছে ২০৪ টাকা ৯০ পয়সা।