![]() |

কর্পোরেট ডেস্ক: চট্টগ্রামের ডক্টর মাহমুদ হাসান একাডেমির শিক্ষার্থীদের টিউশন ফি ডিজিটাল প্ল্যাটফর্মে সংগ্রহের লক্ষ্যে এনসিসি ব্যাংক, একাডেমি এবং ফিনটেক কোম্পানি "দ্যা ওয়ার্ল্ড" -এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চট্টগ্রামে সম্প্রতি অনুষ্ঠিত এই চুক্তির মাধ্যমে এনসিসি ব্যাংক একাডেমির টিউশন ফিসহ সকল ফি সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে সংগ্রহ করবে, যাতে কারিগরি সহায়তা দিচ্ছে দ্যা ওয়ার্ল্ড।
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, ডক্টর মাহমুদ হাসান একাডেমি এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি আখতার উদ্দিন মাহমুদ পারভেজ এবং দ্যা ওয়ার্ল্ড এর প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস আহমেদ স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন। এসময়, এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, ইভিপি ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান আলী তারেক পারভেজ, হেড অব ট্রানজেকশন ব্যাংকিং ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা এবং চট্টগ্রাম অঞ্চলের নাসিরাবাদ শাখার হেড অব বিজনেস এন্ড ব্রাঞ্চ কাজী শহীদুল ইসলামসহ অন্যান্য শাখার হেড অব বিজনেস এন্ড ব্রাঞ্চ এবং তিনটি প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, এই ব্যবস্থায় শিক্ষার্থীরা এনসিসি ব্যাংকের অ্যাপের মাধ্যমে যেকোনো সময় ও স্থান থেকে ফি পরিশোধ এবং ব্যাংকিং সুবিধা নিতে পারবে। এটি প্রতিষ্ঠানের প্রশাসনিক দক্ষতা
বৃদ্ধি ও আধুনিক ব্যাংকিং প্রবর্তনে ভূমিকা রাখবে।
এছাড়া, এ উদ্যোগ "আর্থিক অর্ন্তভূক্তি" সম্প্রসারণে সহায়ক হবে এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ডিজিটাল রূপাস্তরের মডেল হিসেবে কাজ করবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| এনসিসি ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্মে ফি কালেকশন চুক্তি https://corporatesangbad.com/513990/ |