শ্যামপুর সুগার মিলের সর্বোচ্চ দর পতন

Posted on June 16, 2025

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬ জুন, ২০২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে ৩৬ কোম্পানির শেয়ারদর কমেছে। এদের মধ্যে শ্যামপুর সুগার মিলস লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৪ টাকা ২০ পয়সা বা ৩.৩৫ শতাংশ কমে হ্রাসকৃত মূল্য হয়েছে ১২১ টাকা ১০ পয়সা। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

দরপতনের এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ১ টাকা বা ৩ দশমিক ২৯ শতাংশ।

এবং গতদিনের তুলনায় ৩ শতাংশ বা ১ টাকা ৫০ পয়সা মূল্য কমে এ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সি পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

এদিন ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির মধ্যে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ২ দশমিক ৭০ শতাংশ কমে হয়েছে ৩ টাকা ৬০ পয়সা, আইএফআইসি ১ম মিউচুয়াল ফান্ডের ২ দশমিক ৬৩ শতাংশ কমে হয়েছে ৩ টাকা ৭০ পয়সা, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২ দশমিক ৩৩ শতাংশ কমে হয়েছে ৪ টাকা ২০ পয়সা, ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের ২ দশমিক ২০ শতাংশ কমে হয়েছে ২৩১২ টাকা ১০ পয়সা, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ২ দশমিক ১৭ শতাংশ কমে হয়েছে ৪ টাকা ৫০ পয়সা, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়ার ফান্ডের ২ দশমিক ১৩ শতাংশ কমে হয়েছে ৪ টাকা ৬০ পয়সা এবং ন্যাশন্যাল ফীড মিলস লিমিটেডের ১ দশমিক ৮৫ শতাংশ কমে হয়েছে ১০ টাকা ৬০ পয়সা।