পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির ১৬ কোটি ৩৩ লক্ষ ৬৪ হাজার ৫৩৬টি শেয়ার ও মিউচ্যুয়ালফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪১৭ কোটি ৩৭ লাখ ২৭ হাজার ৮৮৩ টাকা।
ডিএসই ব্রডইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৫৯.৬৬ পয়েন্ট বেড়ে ৪৭৮৩.৬৬ ডিএস-৩০ মূল্য সূচক ১৫.৯৯ পয়েন্ট বেড়ে ১৭৮৭.৫৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহসূচক (ডিএসইএস) ১৬.৭২ পয়েন্ট বেড়ে ১০৪৫.৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩১৫টির, কমেছে ৩৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:-তৌফিকা ফুড,ব্র্যাক ব্যাংক, বীচ হ্যাচারী,অগ্নি সিস্টেম, স্কয়ার ফার্মা, ওরিয়ন ইনফিউশন, মিডল্যান্ড ব্যাংক, সী পার্ল বীচ রিসোর্ট, বিএসসি ও ওয়াইম্যাক্স ইলেক্টোথ্রেড।
দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:-ন্যাশনাল হাউজিং, অগ্নি সিস্টেম, স্ট্যার্ন্ডার্ড ব্যাংক, বিডি কম, সেন্ট্রাল ইন্সুঃ, ওরিয়ন ইনফিউশন,বিএনআইসিএল, জেএমআই সিরিঞ্জ, বিডি থাই ও ই-জেনারেশন।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:-শ্যামপুর সুগার, এশিয়া প্যাসেফিক ইন্সুঃ, সী পার্ল বীচ রিসোর্ট, এনবিএল, আইএফআইসি ১ম মি. ফা., জাহিন টেক্স, ইউনিলিভার কনজ্যুমার, ফারইস্ট ফাইন্যান্স, আইসিবি ৩য় এনআরবিমি. ফা. ও এনএফএমএল।