দরবৃদ্ধির শীর্ষে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স

Posted on June 16, 2025

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬ জুন, ২০২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে ৩১৫ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদের মধ্যে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসির শেয়ারদর আগের দিনের তুলনায় ২ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৮৬ শতাংশ বেড়ে বর্ধিত মূল্য হয়েছে ২৩ টাকা ৪০ পয়সা। তাতেই দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

দরবৃদ্ধির এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে অগ্নি সিস্টেমস পিএলসি। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে টাকা ২ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৮০ শতাংশ।

এবং গতদিনের তুলনায় ৯.৮০ শতাংশ বা ৫০ পয়সা মূল্য বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি।

এদিন ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির মধ্যে বিডিকম অনলাইন লিমিটেডের ৯ দশমিক ৭২ শতাংশ বেড়ে হয়েছে ২৩ টাকা ৭০ পয়সা, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৬৩ শতাংশ বেড়ে হয়েছে ২৭ টাকা ৩০ পয়সা, ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ৭ দশমিক ৬১ শতাংশ বেড়ে হয়েছে ৩৩৫ টাকা ১০ পয়সা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৬ দশমিক ২৫ শতাংশ বেড়ে হয়েছে ৩৭ টাকা ৪০ পয়সা, জেএমআই সিরিঞ্জস অ্যান্ড মেডিক্যাল ডিভাইস লিমিটেডের ৬ দশমিক ১৯ শতাংশ বেড়ে হয়েছে ১২৭ টাকা, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের ৫ দশমিক ৯৮ শতাংশ বেড়ে হয়েছে ১২ টাকা ৪০ পয়সা এবং ই-জেনারেশন পিএলসির ৫ দশমিক ৯১ শতাংশ বেড়ে হয়েছে ১৯ টাকা ৭০ পয়সা।