গাজীপুরে কারখানা খোলার একদিনের মাথায় আবারও শ্রমিক বিক্ষোভ

Posted on November 5, 2023

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে ন্যূনতম বেতন ২৩ হাজার টাকার দাবিতে আবারও কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছে। এসময় শ্রমিকরা কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে।

রোববার (৫ নভেম্বর) সকাল ১০ টায় কাশিমপুরে মোল্লা মার্কেট এলাকায় মিতালি ফ্যাশন লিঃ ও হাতিমারা এলাকায় কটন ক্লাব নীটওয়্যার লিঃ,জিতার মোড় কাইজার নামক তিনটি ফ্যাক্টরীর শ্রমিকরা ন্যূনতম বেতন ২৩ হাজার টাকার দাবিতে কাজ বন্ধ করে যার যার যায়গায় বসে থাকে।

পরবর্তীতে শ্রমিকরা ফ্যাক্টরী হতে বের হয়ে রাস্তায় নেমে রিয়াজ ফ্যাশনে ভাঙচুর করার চেষ্টা করলে পুলিশ এসে পানি স্প্রে করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে কাশিমপুর এলাকায় সব কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

দুপুর ২ টা সময় আবারও পোশাক শ্রমিকরা কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়কে বিক্ষোভ
শুরু করলে জরুন এলাকায় রিপন গ্রুপ, ইসলাম গ্রুপ, স্ট্যান্ডার্ড গ্রুপ, আলিফ গ্রুপ, কেয়া গ্রুপ এবং
এস্ট্রো গার্মেন্টসে ছুটি ঘোষণা করে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা কোনাবাড়ী বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।

গত (২৩ অক্টোবর) সোমবার গাজীপুর কালিয়াকৈর উপজেলার মৌচাক, তেলির চালা, সফিপুর ও মহানগরীর কোনাবাড়ি এলাকার বেশ কয়েটি কারখানা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। চলে মালিক শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। পরবর্তীতে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। দিন যতই অতিবাহিত হতে থাকে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে জেলার বিভিন্ন এলাকায়। এই বিক্ষোভ চলে টানা আটদিন। পরে গাজীপুরে ৩০০ কলকারখানা বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।

শনিবার (৪ নভেম্বর) আতঙ্ক মাথায় নিয়েই সব গার্মেন্টস কলকারখানা খোলা রাখে কর্তৃপক্ষ। একদিনের মাথায় আজ রবিবার আবারও বেতন বৃদ্ধির দাবিতে বুঝি নাই বিক্ষোভ শুরু করে পোশাক শ্রমিকরা।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আসাদুজ্জামান জানান, সকালে কাশিমপুরে কয়েকটি পোশাক কারাখার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে রাস্তায় নেমে আসে এবং দুপুরে কোনাবাড়ী জরুন এলাকায় বিক্ষোভ মিছিল করে। এসময় আশেপাশের কিছ কারখানা ছুটি ঘোষণা করে। তিনি বলেন শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নেয়া হয়।