স্পোর্টস ডেস্ক : চলমান বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেন্সে নিজের ৩৫তম জন্মদিনে অনবদ্য এক সেঞ্চুরি করে কিংবদন্তি শচিন টেন্ডুলকারকে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি।
এর আগে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ সেঞ্চুরির মালিক হয়েছিলেন কোহলি। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৫ আর শ্রীলঙ্কার বিপক্ষে ৮৮ রান কোহলির অপেক্ষার প্রহর বাড়িয়েছে কেবল। কিন্তু সেই অপেক্ষা হয়ত ভাল কিছুই জন্যই। নয়ত নিজের জন্মদিনে ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হতে পারা, এমন কৃতিত্বটাই বা কম কী?
রোববার (৫ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেনে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের ৪৯তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছেন কোহলি। এই ইনিংস তাকে নিয়ে গিয়েছে শচীন টেন্ডুলকারের পাশে। সবমিলিয়ে এটি তার ৭৯তম সেঞ্চুরি। শচিন টেন্ডুলকারও ওয়ানডে ক্যারিয়ারে করেছেন মোট ৪৯টি সেঞ্চুরি।
৪৯টি সেঞ্চুরি করেতে শচীনের খেলতে হয়েছে ৪৫২টি ইনিংস। তবে কোহলি এই মাইলফলক ছুঁয়েছেন মাত্র ২৭৭ ইনিংসে। ডানহাতি এই ব্যাটারের সুযোগ থাকছে শচীনকে টপকে যাওয়ারও। দুর্দান্ত ফর্মে থাকা কোহলি আর একটি সেঞ্চুরি করলেই এককভাবে ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান হয়ে যাবেন তিনি।
৩৫ বছর বয়সে ওয়ানডে ফরম্যাটে শচীন করেছিলেন ১৬ হাজার ৩৬১ রান। কোহলির ব্যাটে এসেছে ১৩ হাজার ৫২৫ রান। ৪৯ সেঞ্চুরির পাশাপাশি তার সেঞ্চুরি আছে ৭০টি। ক্যারিয়ার শুরুর প্রায় ১৫ বছর পরেও ৫৮ গড় ধরে রেখেছেন তিনি। এছাড়া স্ট্রাইক রেটও বেশ সন্তোষজনক, ৯৩.৬৩। আর কয়েক বছর ওয়ানডে খেলা চালিয়ে গেলে তিনি যে এই ফরম্যাটের সব রেকর্ডই ভেঙে ফেলবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে শুরু থেকেই সাবধানী ইনিংস খেলেছেন কোহলি। আগের দুইবার নিজেকে শেষ সময়ে ধরে রাখতে পারেননি কোহলি। এবার আর সেই ভুল করলেন না। অনেকটা সময় নিয়ে নিজেকে সামাল দিয়েছেন কোহলি। সেঞ্চুরিও এসেছে অনেকটা সময় পর। তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে খেলেছেন ১১৯ বল।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শচীনের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ছুঁলেন কোহলি https://corporatesangbad.com/51381/ |