সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড, ব্যবসায়ীদের মারধর এবং যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মতো গুরুতর অভিযোগে যুবদলের তিন নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে।
শনিবার বিকেলে জেলা যুবদলের দপ্তর সম্পাদক মাসুম রেজা মুসা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শোকজপ্রাপ্তরা হলেন—এনায়েতপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল হোসেন বাবলু, বাবুল আক্তার বশির ও সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অভিযুক্ত নেতারা তাদের দলীয় পদ ব্যবহার করে এলাকায় ভয়ভীতি প্রদর্শন, অসদাচরণ ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। এতে যুবদলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে।
এ প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে আগামী দুই কার্যদিবসের মধ্যে শারীরিক উপস্থিতিতে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।