![]() |

পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯২টি কোম্পানির ১০ কোটি ৬৭ লক্ষ ৪৪ হাজার ৪২৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ২৬৩ কোটি ২ লাখ ৭০ হাজার ৬৭০টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১৪.৯১ পয়েন্ট বেড়ে ৪৭২৪.০০ ডিএস-৩০ মূল্য সূচক ৯.১৮ পয়েন্ট বেড়ে ১৭৭১.৫৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.২৩ পয়েন্ট কমে ১০২৮.৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৫টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- তৌফিকা ফুড, ব্র্যাক ব্যাংক, বীচ হ্যাচারী, এশিয়াটিক
ল্যাব, সী পার্ল বীচ্ধসঢ়; রিসোর্ট, ইস্টার্ণ লুব্রিকেন্টস, শাইনপুকুর সিরামিকস, বিএসসি, বিপিপিএল ও খান ব্রাদার্স পিপি।
দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এশিয়াটিক ল্যাব, দেশ গার্মেন্ট, বীচ হ্যাচারী, তৌফিকা ফুড, টেকনো ড্রাগ, ইস্টার্ণ লুব্রিকেন্টস, আলিফ ইন্ডাঃ, ভিএএমএল বিডি মি. ফা-১, এসইএমএল লেকচার ইক্যুইটি মেনেজমেন্ট ফান্ড ও বিপিএমএল।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ফিনিক্স ইন্সুঃ, পদ্মা লাইফ ইন্সুঃ, আনলিমা ইয়ার্ণ, শ্যামপুর সুগার, নূরানী
ডাইং, জুট স্পিনার্স, আলিফ ম্যানুঃ, উত্তরা ফাইন্যান্স, নিউ লাইন ও ফ্যামিলী টেক্স।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ডিএসইতে আজকের লেনদেন ২৬৩ কোটি টাকা https://corporatesangbad.com/513767/ |