আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে ছুরিকাঘাতে আহত দুই পুলিশ সদস্য

Posted on June 15, 2025

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন উপশহর পুলিশ ফাঁড়ির দুই পুলিশ সদস্য।

রোববার (১৫ জুন) সকাল ১১টায় সদর উপজেলার বড় কুমিড়া হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য হলেন- এটিএসআই জাহাঙ্গীর আলম (৪২) ও কনস্টেবল মানিকুজ্জামান (৪৫)। তারা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বসির বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝোপগাড়ি এলাকায় জি.আর. মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি মুরাদুন্নবি নিশানকে সাদা পোশাকে গ্রেপ্তার করতে গেলে সে পকেট থেকে ছুরি বের করে পুলিশ সদস্যদের ওপর হামলা করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও অন্যান্য পুলিশ সদস্যদের সহযোগিতায় আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বগুড়া সদর থানার ওসি হাসান বসির জানান, পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। আহত পুলিশ সদস্যরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।