![]() |

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কৌলা রেলক্রসিংয়ের পাশে উপবন ট্রেনে কাঁটা পড়ে নৃপেন্দ্র মালাকার (৫৬) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ জুন) দিবাগত রাতের যে কোনো সময় এ ঘটনাটি ঘটে। নৃপেন্দ্র মালাকার কুলাউড়া উপজেলার কৌলা গ্রামের বাসিন্দা।
কুলাউড়া রেলস্টেশন মাষ্টার, রোমান আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতের যে কোন এক সময় ট্রেনে কাঁটা পড়ে নৃপেন্দ্রের মৃত্যু হয়েছে। ভোরে স্থানীয় এলাকাবাসী তার মৃতদেহ রেললাইনে দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দিলে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনে কাঁটা পড়ে তার মৃত্যু হয়। এটা হত্যা না আত্নহত্যা ময়নাতদন্তের রিপোর্টের পর সঠিক তথ্য জানা যাবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| কুলাউড়ায় ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধের মৃত্যু https://corporatesangbad.com/513760/ |