পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৫ জুন, ২০২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ টি কোম্পানির মধ্যে ১৭৯ কোম্পানির শেয়ারদর কমেছে। এদের মধ্যে ফিনিক্স ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ টাকা বা ৮.৫৮ শতাংশ কমে হ্রাসকৃত মূল্য হয়েছে ২১ টাকা ৩০ পয়সা। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
দরপতনের এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ১ টাকা ৪০ পয়সা বা ৭ দশমিক ২২ শতাংশ।
এবং গতদিনের তুলনায় ৬ দশমিক ৯১ শতাংশ বা ১ টাকা ৫০ পয়সা মূল্য কমে এ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড।
এদিন ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির মধ্যে শ্যামপুর সুগার মিলস লিমিটেডের ৬ দশমিক ৪৯ শতাংশ কমে হয়েছে ১২৫ টাকা ৩০ পয়সা, নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেডের ৬ দশমিক ২৫ শতাংশ কমে হয়েছে ৩ টাকা, জুট স্পিনার্স লিমিটেডের ৫ দশমিক ৪৫ শতাংশ কমে হয়েছে ১৯৭ টাকা ৭০ পয়সা, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৫ শতাংশ কমে হয়েছে ৫ টাকা ৭০ পয়সা, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৪ দশমিক ৯০ শতাংশ কমে হয়েছে ৯ টাকা ৭০ পয়সা, নিউলাইন ক্লোথিংস লিমিটেডের ৪ দশমিক ৬৯ শতাংশ কমে হয়েছে ৬ টাকা ১০ পয়সা এবং ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেডের ৪ দশমিক ৩৫ শতাংশ কমে হয়েছে ২ টাকা ২০ পয়সা।