পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৫ জুন, ২০২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ টি কোম্পানির মধ্যে ১৪৫ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদের মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৩ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে বর্ধিত মূল্য হয়েছে ৩৬ টাকা ৩০ পয়সা। তাতেই দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
দরবৃদ্ধির এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে দেশ গার্মেন্টস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ৭ টাকা ৫০ পয়সা বা ৯.৮৯ শতাংশ।
এবং গতদিনের তুলনায় ৯.৮৮ শতাংশ বা ৪ টাকা ১০ পয়সা মূল্য বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে বীচ হ্যাচারি লিমিটেড।
এদিন ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির মধ্যে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৭ দশমিক ৮৯ শতাংশ বেড়ে হয়েছে ৯৫ টাকা ৭০ পয়সা, টেকনো ড্রাগস লিমিটেডের ৬ দশমিক ০২ শতাংশ বেড়ে হয়েছে ২৮ টাকা ২০ পয়সা, ইস্টার্ন লুব্রিকন্টস ব্লেন্ডার পিএলসির ৫ শতাংশ বেড়ে হয়েছে ২৪০৬ টাকা ৭০ পয়সা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৪ দশমিক ৮৮ শতাংশ বেড়ে হয়েছে ৪৫ টাকা ১০ পয়সা, ভ্যানগার্ড এ.এম.এল বিডি ফাইন্যান্সের ৪ দশমিক ৭৬ শতাংশ বেড়ে হয়েছে ৬ টাকা ৬০ পয়সা, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৪ দশমিক ৫৯ শতাংশ বেড়ে হয়েছে ১১ টাকা ৪০ পয়সা এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ৪ দশমিক ৭৬ শতাংশ বেড়ে হয়েছে ৩৩ টাকা ৪০ পয়সা।