গোল্ডেন সনে কোম্পানি সচিব নিয়োগ

Posted on June 15, 2025

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেন সন লিমিটেডে কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সজেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, কোম্পানিটির সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মি. মো: ইসহাক ফাহাদ, এসিএস।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, কোম্পানিটির ২০২৪ সালের সমাপ্ত বছরের শেয়ার প্রতি লোকশান হয়েছে (.৬৮) টাকা যা ২০২৩ সালে ছিল (.৭৫) টাকা, ২০২২ সালে ছিল আয় হয়েছিল .২৯ টাকা, ২০২১ সালে আয় ছিল .৩০ টাকা ও ২০২০ সালে ছিল ১.০৫ টাকা।

কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ১৭.৯৯ টাকা যা ২০২৩ সালে ছিল ১৮.৯৯ টাকা, ২০২২ সালে ছিল ১৯.৭৪ টাকা, ২০২১ সালে ছিল ২০.২২ টাকা ও ২০২০ সালে ছিল ২০.০৩ টাকা।