![]() |

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদের ছুটি শেষে যমুনা সেতুর পূর্ব-পশ্চিম মহাসড়কে ফের স্বস্তি ফিরেছে। শনিবার (১৪ জুন) রাত ১০টার পর থেকে যানবাহনের চাপ কমতে শুরু করে, রোববার (১৫ জুন) সকাল পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত সেতুর ওপর পিকআপ-ট্রাক সংঘর্ষ, ১৫টি গাড়ি বিকল এবং অতিরিক্ত যানবাহনের চাপে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে সেতুর পশ্চিম প্রান্তে প্রায় ৮ কিলোমিটার ধীরগতি ও থেমে থেমে জটের ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
ছুটির শেষ দিনে সরকারি-বেসরকারি অফিস খোলায় কর্মস্থলে ফিরতে গিয়ে বহু মানুষ বাসের অভাবে ট্রাক, পিকআপ ও বাসের ছাদে চড়ে ঝুঁকিপূর্ণ যাত্রা করেন। ভাড়াও গুনতে হয় চারগুণ পর্যন্ত।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, শনিবার সেতু দিয়ে ৫১ হাজার ৫৯৫টি যানবাহন পারাপার হয়, যার মধ্যে ৩৩ হাজার ৩২৯টি যানবাহন ঢাকামুখী ছিল। টোল আদায় হয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৩৬ হাজার ২৫০ টাকা।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ ও যমুনা সেতু পশ্চিম থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, বর্তমানে সড়কে কোনো যানজট বা অতিরিক্ত চাপ নেই, মহাসড়কে স্বাভাবিকভাবেই যান চলাচল করছে। ঈদের ভোগান্তি পেরিয়ে যাত্রীদের মাঝে ফিরেছে স্বস্তি ও নিরাপদ গন্তব্যে পৌঁছার নিশ্চয়তা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| চাপমুক্ত যমুনা সেতু মহাসড়ক, ঈদের ভোগান্তির অবসান https://corporatesangbad.com/513678/ |