![]() |

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ঈদের ছুটিতে নানার বাড়িতে বেড়াতে এসে করতোয়া নদীতে ডুবে সিমি আক্তার (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ জুন) বিকেল ৬টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে শেরপুর ফায়ার সার্ভিসের একটি টিম। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সিমি আক্তার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকার রুবেল হোসেনের মেয়ে। সে ঈদ উপলক্ষে তার নানার বাড়ি বেড়াতে এসেছিল।
নিহতের নানা আনোয়ার হোসেন জানান, দুপুর দুইটার দিকে আমরা নদীতে মাছ ধরছিলাম। মাছ ধরার সময় সিমি একটি পাতিল নিয়ে এসে আমাকে দেয়। এরপর হঠাৎ করেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নেওয়ার পর নিশ্চিত হই যে সিমি নদীতে পড়ে ডুবে গেছে।
পরিবারের পক্ষ থেকে খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বিকেল ৬টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং স্থানীয়দের সহযোগিতায় শিশুটির মরদেহ উদ্ধার করি।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| নানার বাড়িতে এসে নদীতে ডুবে শিশুর মৃত্যু https://corporatesangbad.com/513675/ |