![]() |

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের হাটপাচিল গ্রামে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে সর্বস্ব হারানো দুই শতাধিক পরিবার পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছেন।
শনিবার (১৪ জুন) সকালে হাটপাচিল বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর আয়োজিত মানববন্ধনে নারী-পুরুষসহ ভুক্তভোগী এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন ইয়াসিন আলী চতুর, লেদু শেখ, মানিক বেপারি, মাজেদা খাতুন, জীবন বেওয়া, আজিদা বেগমসহ অনেকেই। বক্তারা বলেন, যমুনা নদীর রাক্ষুসী ভাঙনে হাটপাচিল গ্রামের শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে অনেক পরিবার বাধ্য হয়ে সরকারি বাঁধের ঢালে, অন্যের পতিত জমিতে কিংবা পলিথিন-টিনের ছাপড়া তুলে দিন কাটাচ্ছেন।
তাদের দাবি, আসন্ন বর্ষা মৌসুমের আগেই নিরাপদ ও স্থায়ী বাসস্থানের ব্যবস্থা না হলে আরও বড় দুর্ভোগের মুখে পড়বেন তারা।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, “যমুনা ভাঙনে গৃহহীন হওয়া পরিবারগুলোর পুনর্বাসনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| যমুনা ভাঙনে সর্বস্বহারা ২শ’ পরিবার, পুনর্বাসনের দাবিতে শাহজাদপুরে মানববন্ধন https://corporatesangbad.com/513654/ |