November 18, 2025 - 9:16 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনভাইরাল ছবি নিয়ে সমু চৌধুরীর প্রতিক্রিয়া

ভাইরাল ছবি নিয়ে সমু চৌধুরীর প্রতিক্রিয়া

spot_img

বিনোদন ডেস্ক : নব্বই দশকের টেলিভিশন নাটকের পরিচিত মুখ সমু চৌধুরী। ওই সময় টিভি নাটকে অভিনয়গুণে দর্শক মাতালেও মাঝে কিছু সময় অভিমানে অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন। বছর তিনেক পর্দায় দেখা যায়নি তাকে। পরে শিল্পী ঐক্য জোটের মাধ্যমে ফের অভিনয়ে ফিরেন। তারপর থেকে আবার নিয়মিত কাজ করে যাচ্ছেন এ অভিনেতা।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি ও ভিডিও ভাইরাল হয় অভিনেতা সমু চৌধুরীর।

ভিডিওতে দেখা যায়, ময়মনসিংহের গফরগাঁওয়ে মুখী শাহ্ মিসকিন মাজারের কাছে একটি রাস্তার পাশে গাছের নিচে খালি গায়ে নিঃসঙ্গভাবে শুয়ে আছেন তিনি।

অভিনেতার এ দৃশ্যের ছবি ও ভিডিওগুলো অল্পক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে। যা দেখে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা রীতিমত হতবাক হয়ে যান এবং নানা ধরনের মন্তব্য করতে থাকেন। পরে স্থানীয় থানা পুলিশ এগিয়ে আসে তাকে উদ্ধারের জন্য।

এ নিয়ে বিভিন্ন মাধ্যমে নানা আলোচনা ও চর্চা শুরু হয়। যা দৃষ্টি এড়ায়নি সমু চৌধুরীর। এ ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি এখানে এক কাপড়ে এসেছি। কাপড় ধুয়ে দেয়ার পর আমার কাছে অন্য কোনো পোশাক ছিল না। এ জন্য গামছা পরে বটগাছের নিচে শুয়েছিলাম। উঠে দেখি সারা বাংলাদেশে সেই ছবি-ভিডিও ভাইরাল।

এ অভিনেতা বলেন, পুলিশ এসে নিয়ে গেছে, আমাকে নাকি ঢাকায় পাঠাবে। পরে তাদের সঙ্গে কথা বলি। তারা বুঝতে পারলেন, সবই ঠিক আছে। তবে এত অল্প সময়ে আমার প্রতি যারা ভালোবাসা দেখিয়েছেন, খোঁজ-খবর নিয়েছেন―তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।

এর আগে এ ব্যাপারে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, সমুদাকে মুখী শাহ্ মিসকিন মাজার সংলগ্ন একটি গাছের নিচে দেখা গেছে, এ ধরনের খবর পাওয়ার পর আমরা নিকটস্থ থানায় যোগাযোগ করি। সেখানে আমার লোকজন রয়েছে। তাদের সহযোগিতায় নিরাপদ স্থানে নেয়া হয়ছে তাকে।

প্রসঙ্গত, মঞ্চ, টেলিভিশন ও সিনেমার বহুল পরিচিত মুখ অভিনেতা সমু চৌধুরী। ১৯৯০ সালের ২২ মার্চ বিটিভিতে তার অভিনীত প্রথম টিভি নাটক ‘সমৃদ্ধ অসীম প্রচার হয়। আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় এতে অভিনয় করে সাতশ টাকা সম্মানি পেয়েছিলেন। বিপুলসংখ্যক নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। ১৯৯৫ সালে পরিচালক আমজাদ হোসেনের হাত ধরে ‘আদরের সন্তান’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালের ফাঁসির আদেশ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা দোষী সাব্যস্ত

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়েছেন। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)...

শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রমোদতরী হিসেবে দেশের অভ্যন্তরীণ নৌ-পথে আজ শনিবার চালু করা হয়েছে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’। শনিবার (১৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস...

ভোটের আগে জাল নোট ছড়ানোর আশঙ্কা, বেনাপোল-শার্শা সীমান্তে কড়া নজরদারি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাল নোট ছড়ানোর আশঙ্কায় গোয়েন্দা সংস্থাগুলো সতর্কতা জারি করেছে। তারা বলছে, কিছু মহল নির্বাচনকালীন...

ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মা লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত...

ওরিয়ন ইনফিউশনসের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশনস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত...

নির্বাচন ঘিরে মাঠে থাকবে ৯ দিনের বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ৯ দিনের জন্য বিশেষ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী মাঠে নামবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো....