জুলাই ঘোষণাপত্র ও সাতক্ষীরার নাগরিক ভাবনা” শীর্ষক সেমিনার

Posted on June 12, 2025

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা : ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) উদ্যোগে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হলো “জুলাই ঘোষণাপত্র ও সাতক্ষীরার নাগরিকদের ভাবনা” শীর্ষক সেমিনার।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১১টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সেমিনারে বক্তারা নাগরিক অধিকার, রাজনৈতিক বৈচিত্র্য ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার উপর গুরুত্বারোপ করেন। সবাই সাতক্ষীরার ভবিষ্যৎ উন্নয়ন, সুশাসন ও সমাজে ন্যায়ের প্রতিষ্ঠার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরা হয়।

অনুষ্ঠানে আপ বাংলাদেশ'র কেন্দ্রীয় কমিটির সদস্য আসমা উল হুসনা'র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি ওমর ফারুক, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) জেলা আহ্বায়ক আবদুল কাদের, সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুরুল আলম বাপ্পি, জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি মুহাম্মদ ইমরান হোসেন, বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সদস্য সচিব মাকছুদুর রহমান জুনায়েদ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম, স্কুল অব এক্সিলেন্স চেয়ারম্যান সাইফুর রহমান সাইফ, শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ আনাস বিল্লাহর বড় ভাই আরিফুজ্জামান এবং আহতদের পক্ষে জিল্লুর রহমান, আপ বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য মাসুদ রানা প্রমুখ।

সেমিনারে বক্তারা ‘জুলাই ঘোষণাপত্র’-এর প্রেক্ষাপট, তাৎপর্য এবং সাতক্ষীরার জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে আলোচনা করেন। বক্তৃতায় উঠে আসে, বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ প্রয়াসই একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার ভিত্তি সুদৃঢ় করতে পারে।