বগুড়ায় গরমে জনজীবন অতিষ্ঠ তাপমাত্রা ৩৭.৪ ডিগ্রি

Posted on June 10, 2025

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় প্রচণ্ড গরমে নাকাল হয়ে পড়েছে জনজীবন। চলতি সপ্তাহের শুরু থেকেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। মঙ্গলবার (১০ জুন) বগুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৪০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রাও ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা রাতের বেলাতেও স্বস্তি দিচ্ছে না।

গত কয়েকদিন ধরেই গরমের তীব্রতা বেড়েই চলেছে। দিনের বেলা রাস্তাঘাট ফাঁকা পড়ে থাকছে, সাধারণ মানুষ জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হতে পারছেন না। গরমের সঙ্গে যোগ হয়েছে অস্বস্তিকর আর্দ্রতা। ঘরে-বাইরে একইভাবে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে।

বগুড়া শহরের নার্সারী মোড় এলাকার বাসিন্দা সোহেল রানা বলেন, 'সকালে অফিস যেতে গিয়েই ঘামতে শুরু করি। রাস্তায় হাঁটতে কষ্ট হয়। রাতে ঘুমাতে গেলেও ঘাম আর গরমের কারণে আরাম পাওয়া যাচ্ছে না।'

জানা গেছে, তাপপ্রবাহের প্রভাবে সর্দি-কাশি, ডায়রিয়া, ডিহাইড্রেশনের মতো সমস্যাও বেড়েছে। জেলা হাসপাতালগুলোতে গরমজনিত রোগীর সংখ্যা বাড়ছে।

বগুড়া আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা একই রকম থাকতে পারে। বর্ষার বৃষ্টিপাত শুরু না হওয়া পর্যন্ত গরম থেকে স্বস্তি পাওয়ার সম্ভাবনা কম।

এ অবস্থায় চিকিৎসকেরা সবাইকে প্রচুর পানি পান করা, সরাসরি রোদে কম বের হওয়া এবং হালকা খাবার গ্রহণের পরামর্শ দিয়েছে